দরিদ্র পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করলো জ্ঞানের আলো পাঠাগার
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ২২:৩৫
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ী বাড়ী গিয়ে অর্ধশতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা ইফতার সামগ্রী নিয়ে অর্ধশতাধিক দরিদ্র পরিবারের বাড়ীতে গিয়ে তাদের হাতে তুলে দেন। এ ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, ডাল, চিনি, মুড়ি ও খেজুর।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল জানান, কিছু দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী দেওয়ার জন্য আর্থিক সহায়তা চেয়ে জ্ঞানের আলো পাঠাগারের ফেসবুক আইডিতে পোষ্ট দেওয়া হয়েছে। এই পোস্ট দেখে কিছু মানবিক মানুষ আর্থিক সহযোগিতা করে। সেই সহযোগীতার টাকা দিয়ে ইফতার সমাগ্রী কিনে কোটালীপাড়া উপজেলার চিত্রপাড়, ভূয়ারপার, জামিলা, লোহারংক, আসুতিয়া, মাঝবাড়ি, পিঞ্জুরী, তারাশী, ও দিঘলীয়া গ্রামের প্রায় অর্ধশতাধিক দরিদ্র পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।