শ্রমিক লীগ নেতা আব্দুর রশিদের ইন্তেকাল

নীলফামারী থেকে | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১, ০৫:১৩

সৈয়দপুরে শ্রমিক লীগ নেতা আব্দুর রশিদের ইন্তেকাল

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। 

মরহুমের পরেরদিন বুধবার সকাল ৯টায় গ্রামের বাড়ি উপজেলার কামার-পুকুর ইউনিয়নের কুজিপুকুরে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের দারুল উলুম মাদরাসা মাঠে বেলা ১১ টায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সভাপতি নুরুল ইসলাম প্রমুখ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top