শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

লোক সমাগমের কারণে আতঙ্কে লক্ষ্মীপুরবাসী

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০০:৫৩

লক্ষ্মীপুরে অতিরিক্ত লোক সমাগমের কারণে জেলাবাসী আতঙ্কে

দক্ষিণাঞ্চলের ২১ জেলা মানুষ লক্ষ্মীপুর মজু চৌধুরী হাটের লঞ্চ ঘাট ও ফেরী ঘাট দিয়ে চলাচলের কারণে জেলায় লোক সমাগম বেড়ে গেছে। এদের কারণে আতঙ্কে রয়েছেন জেলাবাসী।

লোক সমাগম ঠেকাতে জেলার প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। নদী পথে যাতায়াত বন্ধ করতে কোস্ট গার্ড টহল জোরদার করেছে। ফেরী ঘাটে প্রায় ২০০ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। লকডাউনে সকাল বেলায় কোন যানবাহন চলাচল না করলেও বেলা বাড়া সাথে সাথে কিছু রিক্সা ও অটো রিক্সা চলাচল করতে দেখা যায়। তবে দূর পাল্লার যানবাহন বন্ধ রয়েছে। এদিকে, সরকারী নির্দেশনা মেনে চলতে জেলার ৫ উপজেলায় নিয়মিত পরিচালিত হচ্ছে ভ্রাম্যমান আদালত।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top