মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

সাঘাটায় জমি নিয়ে দ্বন্ধে গৃহবধূ খুন

গাইবান্ধার সাঘাটা থেকে | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ২১:০৭

সাঘাটায় জমি নিয়ে দ্বন্ধে প্রতিপক্ষের কিল ঘুষিতে গৃহবধূ খুন

গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে দ্বন্ধে প্রতিপক্ষের কিল ঘুষিতে এক গৃহবধূ খুন হয়েছে। জানা যায়, সাঘাটা সরদার পাড়া গ্রামে শনিবার সকালে শুকুর আলীর স্ত্রী হাজেরা বেগম (৫৫) দীর্ঘদিনের যাতায়াতের রাস্তার চেকার সরানোর কথা আব্দুল লতিফ গংদের বলেন এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।

এক পর্যায়ে লতিফের স্ত্রী হাউসি বেগম চড়াও হয়ে হাজেরা বেগমের বুকে কিল ঘুষি মারতে থাকেন পরে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন বলেন, বুকে আঘাতের চিহ্ন রয়েছে, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top