গোবিন্দগঞ্জে ভূমি দস্যু ও চাঁদাবাজ গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১, ২২:৩৯

গোবিন্দগঞ্জে ভূমি দস্যু ও চাঁদাবাজ গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমি দস্যু ও চাঁদাবাজ এর গ্যাংলিডার শাকিরুল সহ সকল আসামীকে গ্রেফতারের দাবীতে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল (বুধবার) সকাল ১১ টায় উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ হতে গাংনগর সড়কে জমির ধারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শিরিন আকতার, মেহের, জাইদুর রহমান, ইউসুফ আলী মণ্ডল,বক্তারা বলেন, ভূমি দস্যু ও কুখ্যাত চাঁদাবাজ শাকিরুল সহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, উপজেলার কামারদহ সোনাপাড়া গ্রামের মৃত-নঈম উদ্দিনের পুত্র ভূমি দস্যু ও চাঁদাবাজ শাকিরুল সহ অন্যান্য আসামীগণের সহিত জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে শিরিন আকতার গাইবান্ধা বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। এ মামলার রায় পাওয়ার পর থেকে আরো বেপরোয়া হয়ে উঠে। এতে আসামীদের বিরুদ্ধে আরো ২ টি মামলা থানায় হয়। এ মামলায় আসামীরা জামিনে বের হয়ে এসে বিভিন্ন সময় শিরিন আকতারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন।

নিরুপায় হয়ে জীবন বাঁচানোর তাগিদে ২ লাখ টাকা উত্তোলন করে চাঁপড়ীগঞ্জে এসে শাকিরুলের দোকানে দেয় এবং ওই দিন বিকালে বিরোধ পূর্ণ জমিতে কামলা কৃষাণ নিয়ে পরিচর্যা করতে গেলে বাকী ৩ লাখ টাকার দাবী করে। এ টাকা না দিলে শিরিন আকতারকে মারপিট সহ হেনস্তা করে। এ ঘটনায় শিরিন আকতার বাদী হয়ে শাকিরুল সহ ৪ জন ও অজ্ঞাত ২/৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top