সৈয়দপুরে পূবালী স্কাউটস’র মাস্ক ও ইফতার বিতরণ

নীলফামারীর সৈয়দপুর থেকে | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ০৫:২৫

সৈয়দপুরে পূবালী স্কাউটস’র মাস্ক ও ইফতার বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে পূবালী স্কাউটস ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মাস্ক ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সংগঠনের কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান।

ক্লাবের সভাপতি ও নবনির্বাচিত পৌর মেয়র রাফিকা আকতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, ক্লাবের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাইফুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক এসকে কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে, ওয়াপদা মোড় ও নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকায় মাস্ক ও ইফতার বিতরণ করা হয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top