টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত আরো একজনের মৃত্যু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ০৫:৩৭
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে বিল্লাল শেখ (৫৫) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২১ ঘণ্টার ব্যবধানে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
বৃহস্পতিবার বেলা ১২টা দিকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৩৮ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসিম উদ্দিন জানান, তিনি আরো জানান, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় গত ১৭ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন বিল্লাল শেখ। পর দিন ১৮ এপ্রিল রিপোর্টে তার পজেটিভ আসে। এরপর থেকে তিনি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন ছিলেন। সেখানে বৃহস্পতিবার বেলা ১২ টায় তিনি মারা যান।
এর আগে, বুধবার রাতে করোনা আক্রান্ত হয়ে হাসেম সিকদার (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই জনের মরদেহ দাফন করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় ৩ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ সুস্থ হয়েছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।