সড়ক সংস্কার কাজ শেষ হওয়ার আগেই ভাঙন

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ২৩:০৬

সুনামগঞ্জের জগন্নাথপুর-সিলেট সড়কের (জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর) সড়ক সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙন দেখা দিয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর-সিলেট সড়কের (জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর) সড়ক সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সড়কের কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও নিম্ন মালের উপকরণ ব্যবহারেরও অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে লিখিতভাবে করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, ২০১৯ সালে সড়কের জগন্নাথপুর উপজেলা অংশের ১৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২৫ কোটি টাকার দরপত্র আহবান করা হলে মাদারীপুরেরর ঠিকাদারি প্রতিষ্ঠান হামীম সালেহ (জেভি) অংশ নেয়। এসময় দ্রুত সড়কের কাজ বাস্তবায়ন করতে ২০ শতাংশ অতিরিক্ত দরে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। সে অনুযায়ী ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি থেকে সড়কে সংস্কার কাজ শুরু হয়। চলতি বছরের ৩১ মার্চ কাজ শেষ করার কথা ছিল।

জগন্নাথপুর পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি রব্বানী মিয়া বলেন, জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে। সড়ক সংস্কার কাজে নি¤œমানের উপকরণ ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে সড়ক। সড়কের কাজ বাস্তবায়নকারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আঁতাত করে সরকারি অর্থ লুটপাট হচ্ছে। এতে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্ত পূর্বক এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে আমরা লিখিত অভিযোগ করেছি।

জগন্নাথপুর উপজেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর বলেন, জগন্নাথপুর উপজেলা অংশে ১৩ কিলোমিটার সড়কের আটঘর এলাকার কার্পেটিং সড়ক ধসে পড়ে। এছাড়াও ভবেরবাজার, রতিয়ারপাড়া, বড়কাপন, হবিবপুর এলাকায় সড়কের কাজ শেষ হতে না হতেই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। সড়কের কাজ শেষ হওয়ার আগে সংস্কারকৃত সড়কটি ভাঙ্গনের আমাদেরকে হতাশ করেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, বিভাগীয় শহর সিলেট ও রাজধানী ঢাকাতে যাতায়াত করতে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর হয়ে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলাবাসীর একমাত্র সড়ক এটি। সড়কের জগন্নাথপুর উপজেলা অংশে ১৩ কিলোমিটার ও বিশ্বনাথ উপজেলা অংশের ১৩ কিলোমিটার যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুই উপজেলার লোকজন সীমাহীন দুর্ভোগে পড়েন।

জগন্নাথপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, জগন্নাথপুর উপজেলা অংশের কাজ ৯০ ভাগ শেষ হয়েছে। কাজে কোন অনিয়ম হচ্ছে না। আমরা সার্বক্ষণিক তদারকি করছি।

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ প্রতিনিয়ত লোকজন আমাদেরকে জানাচ্ছেন। আমি সংশ্লিষ্টদের সাথে এ নিয়ে কথা বলে দ্রুত প্রাক্কলন অনুযায়ী কাজ শেষ করতে অনুরোধ করেছি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান (ইউএনও) বলেন, পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের লিখিত অভিযোগ পেয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top