লক্ষ্মীপুর মীরগঞ্জে বেপরোয়া কিশোর গ্যাং
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ২৩:৪৬
লক্ষ্মীপুরের মীরগঞ্জ বাজারে কিশোর গ্যাংয়ের প্রভাব বিস্তারে আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। জেলার ৩টি উপজেলার সীমান্তবর্তী বাজার হওয়ায় সহজেই এখানে প্রভাব বিস্তার করছে তারা। সম্প্রতি ঐ বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির ঘটনাও ঘটেছে।
জানা যায়, লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ এ তিন উপজেলাকে স্পর্শ করেছে মীরগঞ্জ বাজার। তিন উপজেলার মানুষেরই এ বাজারে চলাচল। এতে সুযোগ নিচ্ছে অপরাধ চক্র। বিভিন্ন সময় এ বাজারে ঘটছে অপ্রীতিকর ঘটনা। মাথা চাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। ব্যবসায়ীদের উপর হামলা সহ প্রভাব বিস্তার করছে সবার সামনে। ভয়ে অনেকে মুখ খুলতে নারাজ।
৩১ মার্চ রাত সাড়ে ১০টায় ঐ বাজারে প্রভাব বিস্তার করতে ককটেল বিস্ফোরণ ঘটায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। যার নেতৃত্বে দেন পার্শ্ববর্তী কেরোয়া ইউনিয়নের পাচু পাটোয়ারী বাড়ির জাহাঙ্গীরের ছেলে বিদেশ ফেরত ইয়াসীন পাটোয়ারী। ১৬-২৫ বছরের অর্ধশতাধিক কিশোর নিয়ে সে বাজারে আতঙ্ক সৃষ্টি করে এবং ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে প্রভাব খাটায়। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্রও লক্ষ্য করে ব্যবসায়ীরা।
পরের দিন ১ এপ্রিলেও তারা দেশিও অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে। এসময় অনেকের দোকানে হামলা করতে যায় এবং দোকান বন্ধ করে দেয়। এতে এখনও আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইয়াসীনের কিশোর গ্যাংয়ের কিছু সদস্যের নাম প্রকাশ করেন। তাদের মধ্যে হলেন-মামুন, সোহেল, শান্ত, নুর হোসেন, এমরান, মিহন, তারেক।
ব্যবসায়ীরা জানান, "প্রায়ই এ বাজারে বিশৃঙ্খলা লেগে থাকে। তুচ্ছ কথা নিয়েও এ বাজারে উঠতি বয়সের বহিরাগত কিশোর ও যুবকরা প্রভাব বিস্তার করে। ৩১ তারিখ ও ১ তারিখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ বাজারে তাদের মহড়া দিতেও দেখা যায়। এতে আমাদের ব্যবসায়িক সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।"
এ বিষয়ে মীরগঞ্জ বাজার কমিটির সভাপতি ওমর ফারুক পোদ্দার বলেন, "মার্চের ৩১ তারিখ ও এ মাসের ১ তারিখের ঘটনাটি সত্য। তুচ্ছ ঘটনা নিয়ে কিছু কিশোর ও যুবক বাজারে ককটেল বিস্ফোরণ ঘটায় ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে। আমরা প্রাথমিকভাবে বাজার কমিটিসহ গণ্যমান্য ব্যক্তি নিয়ে বিষয়টি সমাধান করি। কিন্তু তারপরও ঐ ঘটনার পর থেকে বাজারে আতঙ্ক বিরাজ করছে।"
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।