গ্রীন লক্ষ্মীপুরের উদ্যোগে
নদী ভাঙ্গা অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০৫:০৫
গ্রীন লক্ষ্মীপুর এর উদ্যোগে নদী ভাঙা অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে প্রথম ধাপে ইফতার ও নিত্য পণ্য বিতরণ করা হয়। সোমবার বিকালে মেঘনায় ভাঙ্গল কবলিত অসহায় রোজাদার ও প্রতিবন্ধী দের মাঝে বিতরণ করা হয়।
গ্রীন লক্ষ্মীপুরের স্বত্বাধিকারী এ আর বিপ্লব জানান, পুরো রমজান মাস চলমান মহামারি ও লকডাউনের এ সময়ে সারা দেশের সাধারণ মানুষ কষ্টে আছে। তবে নদী ভাঙনের কারণে মানুষ বেশী অসহায়। তারা একদিকে নদী ভাঙনে নিঃস্ব, অন্যদিকে লকডাউনে কর্মহীন। আর প্রতিবন্ধীরা বা তাদের পরিবার ও তাদের নিয়ে কষ্টে আছে তাই আমরা একটু চেষ্টা করেছি তাদের জন্য কিছু করতে। এই কার্যক্রম রমজান মাস চলমান থাকবে বলে জানান তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।