গোপালগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০৮:২৬

গোপালগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম খলিল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে প্রাইভেটকারের চালক মো: জামাল হোসেন (২৮) আহত হন।

সোমবার (২৬ এপ্রিল) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধুসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ঘোনাপাড়া ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো: মনির আহম্মেদ এ সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ঘোনাপাড়া ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো: মনির আহম্মেদ জানান, একটি ভাড়া করা প্রাইভেটকার করে ফরিদপুর থেকে গোপালগঞ্জের দিকে আসছিলেন নিহত ইব্রাহিম খলিল।

প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা-মুখী দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় প্রাইভেটকারটির সামনে অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে পায়। এতে প্রাইভেটকার যাত্রী ইব্রাহিম খলিল ও চালক মো: জামাল হোসেন মারাত্মক আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার ইব্রাহিম খলিলকে মৃত ঘোষণা করেন। আহত চালক মো: জামাল হোসেনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top