বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

দেখা হলো না বোনকে, প্রাণ গেল মাহেন্দ্র চাপায়

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ১৯:০৬

দেখা হলো না বোনকে, প্রাণ গেল মাহেন্দ্র চাপায়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোনকে দেখতে গিয়ে মাহেন্দ্র চাপায় প্রাণ গেল গোরাই শেখ (৪৫) নামে এক ব্যক্তির।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক এ তথ্য নিশ্চিত করেন।

নিহত গোরাই শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের মোখলেস শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, মোল্লাহাট থেকে একটি ভ্যানে করে নিজ বোন বাড়ী টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গীপাড়া যাচ্ছিলেন গোরাই শেখ।

এসময় নিলফা মালেকের বাজারে আসলে সড়কের পাশে রাখা ধান বোঝাই আঁটির উপর ভ্যানে চাকা উঠিয়ে দেয় ভ্যান চালক। এতে গোরাই শেখ ভ্যান থেকে ছিটকে সড়কের উপর পড়লে পিছন দিক থেকে আসা একটি মাহেন্দ্র তাকে চাপা দিয়ে চলে যায়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top