জোনার ফাউন্ডেশনের ইফতার বিতরণ কর্মসূচী

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ০৪:১৩

জোনার ফাউন্ডেশনের ইফতার বিতরণ কর্মসূচী

সাদুল্লাপুরের বিভিন্ন পেশা জীবি দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচীর প্রথম ধাপে ৪০০ প্যাকেট ইফতার বিতরণ করেছে জোনার ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (২৮এপ্রিল) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার পরিষদ চত্বরে গাইবান্ধা সড়কের বিভিন্ন যান বাহন চালক দিন মজুরের হাতে হাতে ইফতার প্যাকেট বিতরণের প্রথম ধাপ সম্পন্ন করে সংগঠনটি।

২০১৮ সালে জুন মাসে কর্ম এলাকার আর্থ - সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়ন , আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ অরাজনৈতিক , অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে আত্ম প্রকাশ করে জোনার ফাউন্ডেশন।

আত্ম প্রকাশের পর থেকে গ্রামীন আর্থসামাজিক উন্নয়নে, দুর্যোগকালীন সময়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, ও অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা করে আসছে জোনার ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা ডাঃ মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টারের পরিচালক ডাঃ তানভীর আহমেদ (চক্ষু বিশেষজ্ঞ), এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউন্ডেশন,ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এটিএম রেজানুল ইসলাম বাবু, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বগুড়া শাখার ম্যানেজার এটিএম রশিদুল ইসলাম শোভনের সহযোগিতায় সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করে কর্মসূচী গ্রহণ করে সংগঠনটি। কর্মসূচীর প্রথম ধাপে সাদুল্লাপুর প্রাণ কেন্দ্রে ইফতার বিতরণ সম্পন্ন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবী নেওয়াজ, আরো উপস্থিত ছিলেন জোনার ফাউন্ডেশনের উপদেষ্টা রুহুল আমিন জুয়েল,জোনার ফাউন্ডেশনের সভাপতি এ.জে.আশিকুর রহমান শাওন, অর্থবিষয়ক মোঃ রুবেল মিয়া,সাংগঠনিক সম্পাদক,মির্জা মোল্লা,সদস্য ফরিদ মন্ডল,ফজলে রাব্বি,হিমেল প্রমুখ।।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top