দুর্নীতিবাজ ও বিতর্কিত পিআইও নুরুন্নবী সরকারকে বান্দরবনে বদলি

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ১৮:৩০

দুর্নীতিবাজ ও বিতর্কিত পিআইও নুরুন্নবী সরকারকে বান্দরবনে বদলি

অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের দায়ে পদাবনতি (শাস্তি পাওয়া) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারকে এবার বান্দরবন সদর উপজেলায় বদলির আদেশ দিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস আদেশে এ তথ্য জানা গেছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে বাঘাইছড়ি ছেড়ে বান্দরবনে যোগদানের আদেশ দেওয়া হয়।

এরআগে, গত বছরের মার্চে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তাকে শাস্তিমূলক বদলি করা হয় বাঘাইছড়ি উপজেলায়। এরপর সেখানেও অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যসহ আরও বেপরোয়া হয়ে ওঠেন পিআইও নুরুন্নবী।

গেল বছরের ডিসেম্বর থেকে পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতের অভিযোগ ওঠে বাঘাইছড়িতে। তার দুর্নীতি নিয়ে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা প্রকাশ্যে সোচ্চার হয়ে ওঠেন। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাতেও ইউপি সদস্য সমর বিজয় চাকমা হত্যাকাণ্ডে জড়িতসহ তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ করেন জনপ্রতিনিধিসহ প্রকল্প সংশ্লিষ্টরা।

এরআগে, টানা ৫ বছর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় দায়িত্বে থেকে ঘুষ-দুর্নীতি ও নানা অনিয়ম কর্মকাণ্ডসহ হামলা-মামলায় জড়িয়ে পড়েন পিআইও নুরুন্নবী সরকার। গেল ২৮ ফেব্রুয়ারি আর্থিক খাতে দুর্নীতিসহ অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর তাকে শাস্তি হিসাবে পদাবনতি (নিম্নতর বেতন গ্রেড) আদেশ দিয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top