১৭৭ বোতল ফেন্সিডিলসহ ৫ জন আটক, প্রাইভেট কার জব্দ
হিলি থেকে | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ২০:০৬
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ১৭৭ বোতল ফেন্সিডিল, ও একটি প্রাইভেট কারসহ ৩ জন নারী ও ২ জন পুরুষ ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ এপ্রিল ) রাত সাড়ে ১২ দিকে উপজেলার হরিহরপুর এলাকা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলেন, মোছাঃ ভানু ওরফে বানু বেওয়া (৬২) স্বামী-মৃত জেকের আলী ২। মোছাঃ রাজিয়া সুলতানা(৬০) স্বামী-মৃত সিরাজ সরদার ৩। মোছাঃ মাজেদা বেগম (৩২) স্বামী-সোহেল রানা ৪। মোঃ মাসুদ রানা (৩৮) পিতা-মোঃ খান সাত্তার উভয়ের গ্রাম-আটাপাড়া থানা-পাঁচবিবি জেলা-জয়পুরহাট এবং গাড়ীর ড্রাইভার ৫।মোঃ আবু সাঈদ (২৪) পিতা-মৃত আবু বক্কর সাং-ছিমর থানা-নবাবগঞ্জ জেলা-দিনাজপুর।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, হাকিমপুর উপজেলার হরিহরপুর নামক এলাকায় সন্দেহ জনক একটি প্রাইভেট কার আটক করলে প্রাইভেট কারে থাকা যাত্রীরা শরীরের সাথে বিশেষ কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করার সময় তাদের কাছ থেকে ১৭৭ বোতল ফেন্সিডিল সহ প্রাইভেট কার জব্দ করে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দিনাজপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।