কোটালিপাড়ায় কৃষকের জমির ধান কেটে দিলে একদল কৃষাণী

গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ২২:০৬

কোটালিপাড়ায় কৃষকের জমির ধান কেটে দিলে একদল কৃষাণী

গোপালগঞ্জের কোটালিপাড়ায় করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় শ্রমিক সংকট দেখা দেয়ায় এক কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিয়েছে একদল কৃষাণী।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে শিউলি মধুর নেতৃত্বে ৩০ সদস্যের একদল কৃষাণী উপজেলার বেতকাছিয়া গ্রামের অসহায় কৃষক প্রাণ জুড়ান বাড়ৈর এক বিঘা জমির ধান কেটে দেন। পরে তারা সেই ধান বাড়ীতে পৌঁছে দেন।

কৃষক প্রাণ জুড়ান বাড়ৈ বলেন, শ্রমিক সংকটের কারণে জমির ধান কাটতে পারছিলাম না। কখন ঝড় এসে সব ধান নষ্ট করে দেয় সেই চিন্তায় ছিলাম। কিন্তু একদল কৃষাণী আমার জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে এতে আমি নিশ্চিন্ত হলাম।

কৃষাণী শিউলি মধু বলেন, লকডাউনের কারণে কোন শ্রমিক আসতে পারছে না। এতে কৃষকরা তাদের জমির ধান কেটে ঘরে তুলতে পারছেন না। আমরা কয়েকজন কৃষাণী মিলে জমির ধান কেটে দিয়েছি। উপজেলার অন্য কোন কৃষক ধান না কাটতে পারলে আমাদের জানালে আমরা ধান কেটে দিবো।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top