বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে বহির্নোঙ্গরে বাল্কহেড ডুবি, ৫ ক্রু জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ মে ২০২১, ০১:০১

চট্টগ্রামে বহির্নোঙ্গরে বাল্কহেড ডুবি, ৫ ক্রু জীবিত উদ্ধার

চট্টগ্রামের বহির্নোঙ্গরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়া এমভি পিংকি বাল্কহেড থেকে ৫ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এমভি পিংকি নামের একটি বাল্কহেড কর্ণফুলী নদীর বহির্নোঙ্গরের ১নং বয়া থেকে ১ দশমিক ৫ নটিক্যাল মাইল দক্ষিণে তাদের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাল্কহেডটিতে ০৫ জন ক্রুর মধ্যে একজন সমুদ্রে লাফিয়ে পড়ে।

পরবর্তীতে এমভি নাফিজা জাহানের কাছে সাহায্য চাইলে তারা পোর্ট কন্ট্রোলকে জানায়। পোর্ট কন্ট্রোল কোস্ট গার্ডকে অবগত করলে বিসিজি আউটপোস্ট পতেঙ্গা থেকে উদ্ধারকারীদল ঘটনাস্থলে এসে ০৫ জন ক্রুকে জীবিত উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধারকৃতদের কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top