কুষ্টিয়ায় সীমিত পরিসরে মহান মে দিবস উদযাপিত

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ১ মে ২০২১, ২১:৫৬

কুষ্টিয়ায় সীমিত পরিসরে মহান মে দিবস উদযাপিত

সামাজিক দুরুত্ব বজায় রেখে র‌্যালী, বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, প্রয়াত সকল শহীদ শ্রমিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজতসহ ১ মে দিবস উপলক্ষে জেলা জাতীয় শ্রমিকলীগ ব্যাপক কর্মসূচী উদযাপন করেছে।

সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এর পর জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা এ এইচ এম মতিউর রহমানের নেতৃত্বে একটি ছোট্ট র‌্যালী ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে। এর পর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘণ্টা দৈনিক কাজের সময়ের দাবীতে এক শ্রমিক বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়। সেই থেকে প্রতিষ্ঠানে শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের সময়সীমা দাবী পূরণ হয়। সারা পৃথিবীর শ্রমিকরা এ দিনটি যথাযথ মর্যাদায় পালন করে আসছে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top