কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর করোনাকালীন ত্রাণ পেলেন অসচ্ছল লালন শিল্পীরা

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ২ মে ২০২১, ০০:২৩

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর করোনাকালীন ত্রাণ পেলেন অসচ্ছল লালন শিল্পীরা

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর করোনাকালীন ত্রাণ সহায়তা পেলেন অসচ্ছল লালন সঙ্গীত শিল্পীরা।

শনিবার (০১ এপ্রিল) দুপুরে ছেঁউড়িযায় লালন একাডেমীতে শিল্পীদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শিল্পীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ৬৯ জন লালন সঙ্গীত শিল্পীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ২৫ জন অসচ্ছল সঙ্গীত শিল্পীর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top