আড়াই বছরেও চালু হয়নি পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন!
গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২ মে ২০২১, ০৭:২৯
উদ্বোধনের আড়াই বছর পরেও সেবা দিতে পারছে না গাইবান্ধার পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনটি। ২০১৮ সালের ১ নভেম্বর ফায়ার সার্ভিস ভবনটির উদ্বোধন করা হয়।
দীর্ঘদিন অতিবাহিত হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারেনি ভবনটি। ফলে বিভিন্ন সময় দুর্ঘটনায় গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করতে হচ্ছে উপজেলাবাসীকে।
এমতবস্থায় পলাশবাড়ী এমতাবস্থায় ফায়ার সার্ভিস স্টেশনের সেবা দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ প্রত্যাশা করছে উপজেলা বাসী। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক জানান, ভবনের কাজ শেষ। কিন্তু বিদ্যুৎ ও পানি সঞ্চালনের কাজ বাকি থাকায় হস্তান্তর করতে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।