বেপরোয়া পিকআপের ধাক্কায় প্রাণ গেলো অটোভ্যান চালকের
হিলি থেকে | প্রকাশিত: ২ মে ২০২১, ২১:০৪
দিনাজপুরের ঘোড়াঘাটে ফেন্সিডিল বহনকারী বেপরোয়া পিকআপের ধাক্কায় প্রাণ গেলো শফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোভ্যান চালকের। এঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে আরো একজন। এসময় পিকআপ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
রোববার (০২ মে) সকালে উপজেলার কানাগাড়ি বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম।
নিহত শফিকুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের আম বাগান এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান,দিনাজপুর থেকে একটি পিকআপ গোবিন্দগঞ্জ যাচ্ছিলো। যাবার পথে ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে ধাক্কায় দেয় পিকআপটি,এসময় ঘটনাস্থলেই মারা যান ভ্যানের চালক,আহত অবস্থায় আরো একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পিকআপটি থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় পলাতক রয়েছে পিকআপের চালক ও হেলপার ।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।