সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নীলফামারী থেকে | প্রকাশিত: ৩ মে ২০২১, ০২:০২

সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

সারাদেশে গণপরিবহন চালুর দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। রবিবার (২ মে) বেলা ১১টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পুলিশ সিগন্যাল এলাকায় ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নীলফামারী জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি হারুন অর-রশিদ, সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, সাবেক দপ্তর সম্পাদক এফাজ উদ্দিন সরকার, নীলফামারী জেলা মাইক্রোবাস পিকআপ ও কার শ্রমিক ইউনিয়ন উপকমিটির সম্পাদক মানিক মিয়া, শ্রমিক নেতা সাইদুল ইসলাম প্রমূখ।

এ সমাবেশ থেকে অবিলম্বে সারাদেশে গণপরিবহন চালুকরণ ছাড়াও তিন দফা দাবি জানানো হয়েছে। তাদের দাবিগুলো হচ্ছে, চলমান লকডাউনে শ্রমিককে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং বাস টার্মিনাল এলাকায় ১০ টাকা কেজি দরে শ্রমিকদের নিকট চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top