মাধবপুরে ফেন্সিডিলসহ ইউপি সদস্য ও তার সহযোগী আটক
হবিগঞ্জ থেকে | প্রকাশিত: ৪ মে ২০২১, ০০:১০
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ফেন্সিডিলসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (০২ মে) সন্ধ্যা ৬ ঘটিকার সময় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে শাহজাহানপুর ইউনিয়নের সীমান্তবর্তী বনগাঁও গ্রামে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সরকারী ১০ টাকা কেজি চাল ও বিভিন্ন প্রকল্পের অভিযোগে সদ্য বরখাস্তকৃত মেম্বার শৈলজুড়া গ্রামের মোঃ ছুরত আলীর পুত্র শফিকুল ইসলাম তকছির (৪০) ও একই এলাকার ইয়াদুল ইসলামের পুত্র পরিমল হোসেনকে ৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।