গোবিন্দগঞ্জে মোটরসাইকেল ফিটিং ৪৯ বোতল ফেন্সিডিলসহ আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে | প্রকাশিত: ৫ মে ২০২১, ০৮:২১

চৌতুর মাদককারবারি গোবিন্দগঞ্জে মোটরসাইকেল ফিটিং ৪৯ বোতল ফেন্সিডিলসহ আটক

মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতদিন একাকার করে কাজ করলে তা বরাবরি নিয়ন্ত্রণে বাহিরে রয়েছে। মাদক কারবারিদের মহা চৌতুরতায় তবু থেমে নেই আইন শৃঙ্খলা বাহিনী তথা দেশের প্রথম দায়িত্বশীল আইন শৃঙ্খলায় ভূমিকা পালন কারি পুলিশ সদস্যরা । এবার অভিনব কায়দায় মাদক চোরাচালান যাওয়ার পথে অবশেষে গোবিন্দগঞ্জে এসে পুলিশের হাতে ধরা পড়লো এক মাওলানা বেশে চৌতুর মাদককারবারি।

জেলার গোবিন্দগঞ্জ ৪ মে মঙ্গলবার বিকাল ৪.টার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই শফিক, মামুন, এএসআই মাসুদদের সমন্বয়ে ১টি টিম গোপন সংবাদের ভিত্তি জানতে পারেন বিরামপুর সীমান্ত এলাকা হতে টুপি, পায়জামা-পাঞ্জাবী পরিহিত এক ব্যক্তি বাজাজ মোটরসাইকেলের সিট কভার ও সাইড কভারের ভিতর কৌশলে ফেনসিডিল ফিটিং করে গোবিন্দগঞ্জ অভিমুখে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে বিকেল ৪.২০ ঘটিকায় গোবিন্দগঞ্জ- ঘোড়াঘাট রাস্তার পশ্চিম চৌরাস্তা মোড়ে চেকপোস্ট চালিয়ে আসামি সুজন(২৭) পিতা সুন্দর মিয়া সাং খিয়ার মামুদপুর থানা বিরামপুর জেলা দিনাজপুর কে আটক করলে আসামি তার মোটরসাইকেলের ভিতর লুকিয়ে রাখা বিভিন্ন জায়গায় হতে ৪৯ বোতল ফেন্সিডিল বের করে দিলে মোটরসাইকেল সহ আসামীকে আটক করে।

থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান ,গণমাধ্যমে জানান উদ্ধারকৃত ৪৯ বোতল ফেন্সিডিল এর মূল্য ৩৪ হাজার টাকা।আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মাদক মামলা রুজু হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top