কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন হানিফ

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ৭ মে ২০২১, ২৩:৫৩

কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন হানিফ

করোনা টিকা নিয়ে কোন সংকট নেই, আগামী জুন জুলাইয়ের মধ্যেই দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে। করোনাকালে টিকা বাণিজ্য গ্রহণযোগ্য নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে টিকার মজুদ শেষের দিকে, টিকাদান স্থগিত রাখায় মহাসংকটে দেশ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমসিম খাচ্ছে, লক্ষ লক্ষ লোক যেখানে মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত, তারাও এখনো সবাইকে ভ্যাকসিন দিতে পারে নাই।

সেখানে আমাদের মতো দেশে সীমিত সম্পদ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা মিলে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের কাছে তা প্রশংসিত হয়েছে।

তারপরেও আমাদের সফলতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা যখন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা তাদের দায়িক্ত কতটা ভালোভাবে পালন করেছে তা দেখার প্রয়োজন। করোনা টিকা নিয়ে কোন সংকট নেই, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী জুন জুলাইয়ের মধ্যেই বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে।

শুক্রবার বেলা ১১টায় ব্যবসায়ীদের সহযোগিতায় কুষ্টিয়া শেখ রাছেল স্টেডিয়ামে প্রায় ১১ হাজার অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন করেন তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top