সাতক্ষীরায় ভারতফেরত ১১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ মে ২০২১, ২৩:২৫

সাতক্ষীরায় ভারতফেরত ১১ জনের করোনা শনাক্ত

ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন বাংলাদেশি নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের বিশেষ ব্যবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, গত ৫ মে সন্ধ্যায় ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে পিসিআর ল্যাব থেকে জানানো হয়, তাদের মধ্যে ১১ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, ১১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট আসলে তাদের ভেরিয়েন্ট সংক্রমণ হয়েছে কিনা তা জনা যাবে। বুধবার (১৯ মে) সকালে তাদের শহরের বিভিন্ন হোটেল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top