হিলি স্থলবন্দর দিয়ে ফিরলেন ভারতে আটকে পড়া ৩৭ বাংলাদেশি
হিলি থেকে | প্রকাশিত: ২০ মে ২০২১, ২৩:৫৯
৩ দিন অপেক্ষার পর অবশেষে ভারতে আটকে পড়া বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং করোনার নেগেটিভ সনদ নিয়ে ৩৭ জন বৃহস্পতিবার দুপুরে তারা দেশে প্রবেশ করেন।
এসময় ইমিগ্রেশন, কাস্টমস এবং স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের স্থানীয় ৩টি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সেখানে নিজ খরচে অবস্থান করবেন। দিনাজপুরে সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস বলেন,৭২ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে তাদের মধ্যে করেনার কোন উপসর্গ পাওয়া গেলে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রত্যেককে নিবিড়ভারে মনিটর করা হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ সদা সতর্ক দৃষ্টি রাখছে।
দিনাজপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেকেন্দার আলী জানান, করোনার কারণে গেল ১২ মার্চ সরকার ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। তারই আলোকে দুপুরে ভারতে অবস্থান করা ৩৭ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং ৭২ ঘণ্টার মধ্যে করোনার সনদ নিয়ে হিলি চেকপোস্ট দিয়ে দেশে আসেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, ভারত থেকে ফেরা ৩৭নজন বাংলাদেশিকে র্যাপিড কিটসের মাধ্যমে করোনা টেস্ট করানোর পর উপজেলার আবাসিক হোটেল ভিআইপিতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে যদি করোনা টেস্টে পজিটিভ আসবে তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে এবং জরুরী রোগীদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেলে পাঠানো হবে।
উল্লেখ্য, গেল বছরের ৩০ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ ছিল।
দিনাজপুর প্রতিনিধি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।