ভিডিও কনফারেন্সে বন্যা আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গাইবান্ধার সাদুল্লাপুর থেকে | প্রকাশিত: ২৫ মে ২০২১, ০৬:১৬
গাইবান্ধার সাদুল্লাপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৩ মে রবিবার দুপুরে বনগ্রাম ইউনিয়নে ইদ্রাকপুরে বন্যা আশ্রয় কেন্দ্র ও বিদ্যালয়ের তিন তলা বিশিষ্ট অত্যাধুনিক একাডেমী ভবনে শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
সাদুল্লাপুরের বনগ্রাম ইউনিয়নের অবস্থিত ইদ্রাকপুরে বন্যা আশ্রয় কেন্দ্র ও বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট অত্যাধুনিক একাডেমী ভবন নির্মাণসহ যাবতীয় কাজ সম্পূর্ণ করেছে আব্দুল হালিম মণ্ডল গোরস্থান মোড় গাইবান্ধা নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
১২৭৮৮.২৫ বর্গফুট আয়তন বিশিষ্ট বন্যার সময় ৪০০ জন মানুষের ধারণ ক্ষমতা, উন্নত পয়ঃনিস্কাশন ব্যবস্থা সম্পূর্ণ বন্যা আশ্রয় কেন্দ্র ও তিন তলা ভবনের প্রতি তলার আয়তন ৪২৬২.৭৫ বর্গফুট। পাশে রয়েছে ১০০টি গবাদি পশুর ধারণ ক্ষমতা সম্পূর্ণ উন্নত শেড ও ফুলফলের বাগান। ইদ্রাকপুর বন্যা আশ্রয় কেন্দ্র ও উচ্চ বিদ্যালয়ের অত্যাধুনিক একাডেমী ভবন নির্মাণে মোট বরাদ্দ ধরা হয়েছিলো ৩ কোটি ১৬ লক্ষ ৪৩ হাজার ৭ শত ৬৮ টাকা। তার মধ্যে থেকে ২ কোটি ৮৪ লক্ষ ৮৮ হাজার ৪শত ১৩ টাকায় নির্মাণ কাজসহ যাবতীয় কাজ সম্পূর্ণ হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধন কালে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার নবী নেওয়াজ শুভেচ্ছা বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের ফলে দারিদ্র পীড়িত এলাকা মানুষ গুলো জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আর একধাপ এগিয়ে গেলো। এখানে ৪০০ জন বিপদাপন্ন মানুষ ও ১০০টি গবাদি পশু রক্ষা ও অন্য সময় শিক্ষার্থীরা উন্নত ও মনোরম পরিবেশ শিক্ষা অর্জনের সুযোগ পাবে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, গাইবান্ধার সব উপজেলা বন্যাপ্রবণ। তাই এলাকাবাসীর নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আশ্রয় কেন্দ্র করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১i
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।