কুষ্টিয়ায় উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ৩ জুন ২০২১, ২২:৪৫

কুষ্টিয়ায় উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ

ঈদের পর থেকে কুষ্টিয়ায় উদ্বেগজনকহারে সংক্রমণ বেড়ে চলেছে। গত ১০ দিনে জেলায় ২৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ৬ জন। অধিকাংশ রোগী কুষ্টিয়া শহর কেন্দ্রিক।

করোনা চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালে আইসিইউ নেই। করোনা ইউনিটে শয্যা সংখ্যা মাত্র ৪১টি।

এরই মধ্যে ৫০ জনেরও বেশী রোগী সেখানে ঠাঁই নিয়েছে। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসনের সভা কক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ সময় জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণমাধ্যমকর্মীদের মতামত নেন।

সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক জানান জেলার অন্যান্য শ্রেণীর মানুষের সাথে আলোচনা করে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে জেলায় কঠোরভাবে লকডাউন কার্যকর করা হতে পারে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top