• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কুষ্টিয়ায় বিধিনিষেধে উদাসীনতা, বেড়েই চলেছে সংক্রমণ

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ৯ জুন ২০২১, ১৮:৫৪

কুষ্টিয়ায় আক্রান্ত ৫ হাজার ছাড়ালো মৃত্যু ১শ ২০। বিধিনিষেধে উদাসীনতা, বেড়েই চলেছে সংক্রমণ।

কুষ্টিয়ায় করোনার সংক্রমণের হার উদ্বেগজনক ভাবে বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৬৭ জন আক্রান্ত হয়ে মোট সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩২২ জন। আর এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১শ ২০ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ২২২টি স্যাম্পুলের মধ্যে ৬৭ জন করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা সংক্রমণের হার ছিল ৩৬ শতাংশ। চলতি মাসের সাত দিনে কুষ্টিয়ায় ৯৩১টি নমুনা পরীক্ষায় ২৭৭ জনের পজিটিভ শনাক্ত হয়। জেলায় করোনায় মারা গেছেন ১২০ জন। এর মধ্যে সদরের ৬৯ জন রয়েছেন।

রোববার (৬ জুন) রাত ১২টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম করোনা ভাইরাসের বিস্তার রোধে কিছু বিধিনিষেধ আরোপ করে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত জেলায় এ বিধিনিষেধ বহাল থাকবে। এ বিধিনিষেধ অনুযায়ী জেলায় দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।

এ ব্যাপারে ব্যবসায়িক নেতা এস,এম কাদেরী শাকিলী বলেন, জেলা প্রশাসন থেকে ১০ দিনের যে বিধিনিষেধ জারি করা হয়েছে তা কঠোরভাবে মানতে সবাইকে বাধ্য করা উচিত। সেক্ষেত্রে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। এরপরেও যদি সংক্রমণ ঠেকানো না যায় সেক্ষেত্রে সম্মিলিত স্বার্থে লকডাউনের বিকল্প নেই।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে কুষ্টিয়ায় ১০ দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাছাড়া বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করার জন্য বিশেষ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবস্থা বুঝে সবার মতামতের ভিত্তিতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: কুষ্টিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top