তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে ভয়াবহ ভাঙন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুন ২০২১, ২০:২৯

তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে ভয়াবহ ভাঙন

বৃষ্টিপাত ও উজানের ঢলে বেড়ে যাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে তিস্তার পানি কমা বাড়ার কারণে বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। গত ১০ দিনে তিস্তার ভাঙনে প্রায় শতাধিক পরিবারের ঘর বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বিশেষ করে সদর উপজেলার গোকুণ্ডা ও আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে তিস্তার ভাঙন বেড়েই চলছে। ফলে সেখানকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম সূত্র জানায়, মঙ্গলবার (২২ জুন) সকাল ৯টায় তিস্তার পানি কমে গিয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মূলত বর্ষার শুরু থেকেই ভয়াল রূপ ধারণ করেছে তিস্তা নদী। তিস্তার তীব্র ভাঙনে লালমনিরহাটের ৫টি উপজেলার ৬৮টি চরের হাজারো পরিবার দিশেহারা হয়ে পড়েছে। চোখের সামনে বসত ভিটা হারিয়ে কাঁদছে তিস্তা পাড়ের মানুষ।

তিস্তা আর ধরলা নদী বেষ্টিত লালমনিরহাটের ৫ উপজেলায় চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বন্যা শুরু হয়েছে। গত এক সপ্তাহ থেকে পানি বন্দি থেকে মুক্তি মিললেও নদী ভাঙনের মুখে পড়েছে মানুষ। চোখের সামনে নদীর পেটে চলে যাচ্ছে বসত ভিটা, ফসলি জমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হচ্ছে নদী পাড়ের মানুষ।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top