সৈয়দপুরে গ্যাস সরবরাহ প্রকল্প অনুমোদনে আ’লীগের মিষ্টি বিতরণ
নীলফমারী থেকে | প্রকাশিত: ২৪ জুন ২০২১, ০৬:৪৯
![সৈয়দপুরে গ্যাস সরবরাহ প্রকল্প অনুমোদনে আ’লীগের মিষ্টি বিতরণ](https://newsflash71.com/uploads/shares/2021/nilfamari-2021-06-23-22-48-37.jpg)
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে রংপুর হয়ে শিল্প ও বাণিজ্যিক শহর সৈয়দপুর ও নীলফামারীসহ তৎসলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ২৫৮ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু হবে চলতি বছরেই।
এ খবরে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ মিষ্টি বিতরণ করেছে। বুধবার ( ২৩ জুন) দুপুরে আওয়ামীলীগ কার্যালয়ে ওই মিষ্টি বিতরণ করা হয়।
এসময় আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহসিনুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সরকার প্রমূখ।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন বলেন, প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের খবরে এলাকাবাসী আনন্দিত ও উচ্ছ্বাসিত। এই আনন্দে আমরা মিষ্টি বিতরণ করছি। তিনি বলেন, এ প্রকল্পটি বাস্তবায়ন হলে সৈয়দপুর শহর আর্থ-সামাজিক ও শিল্পে সমৃদ্ধ হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সরকার।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নীলফমারী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।