সৈয়দপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

নীলফামারী থেকে | প্রকাশিত: ২৫ জুন ২০২১, ১৯:৩০

সৈয়দপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নাসিম আহমেদ পদোন্নতি পেয়ে কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়িত হওয়ায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকিসহ উপজেলা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে বিদায়ী ইউএনও নাসিম আহমেদকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

প্রসঙ্গত, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ ২৮ নভেম্বর ২০১৯ সালে সৈয়দপুরে দায়িত্ব গ্রহণ করেন। এ উপজেলায় পঞ্চগড় জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন যোগদান করবেন বলে জানা গেছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top