কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজন, উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু
কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ২৭ জুন ২০২১, ০১:৩৯
কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৮০ জন। আক্রান্ত ৯ হাজার ছুঁই ছুঁই। কুষ্টিয়া ২শ ৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১২২ জন এবং ৬টি উপজেলায় আরও ২৫ জনসহ মোট ১৪৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
মৃত্যুবরণকারী সবাই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। শনিবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ প্রতিদিনই বাড়ছে। এ জন্য শুক্রবার থেকে এই হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ১৮০ জন মৃত্ব্যবরণ করেছেন। এবং ২শ ৫০ শয্যার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১২২ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ২৫ জন ভর্তি রয়েছেন। সুত্রটি জানান, এখন পর্যন্ত জেলায় ১ হাজার ২৮২ জন হোম আইসোলেশনে আছেন।
গেল ২৪ ঘণ্টায় ২২৩টি নমুনা পরীক্ষার বিপরীতে জেলায় নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা সংক্রমণ কমাতে ২০ জুন রাত ১২টা থেকে কুষ্টিয়ায় লকডাউন শুরু হয়েছে। ২৭ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন চলবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, হাসপাতালে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা এখানে প্রতিনিয়ত বাড়ছে। চাপ সামলাতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের বেগ পোহাতে হচ্ছে। আপাতত হাসপাতালে চিকিৎসক ও জনবল যা আছে, তা দিয়ে রোগীর চাপ সামাল দেওয়া গেলেও এভাবে যদি চাপ বাড়তেই থাকে, তাহলে অতিরিক্ত লোকবল প্রয়োজন হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কুষ্টিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।