সৈয়দপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলৎকারের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুর থেকে | প্রকাশিত: ২৮ জুন ২০২১, ২০:৫০

সৈয়দপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলৎকারের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে বাক প্রতিবন্ধী এক কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ওই কিশোরকে রোববার (২৭ জুন) সকালে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত আদানীপাড়া গ্রামে।

কিশোরের ভাইয়ের অভিযোগ, ২৬ জুন রাত ৯ টায় খাওয়াদাওয়া শেষে কিশোরটি বাড়ির সামনে হাঁটছিল। সে সময় প্রতিবেশী বখাটে দুই যুবক সম্রাট হোসেন (২৭) ও মুন্না (২২) তাকে পাশের ধলাগাছ স্কুলের পাশের নিয়ে গিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বলাৎকার করে। কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়। তিনি জানান, রোববার সকালে তার ভাই খুব অসুস্থ হয়ে পড়লে আমাকে বিষয়টি খুলে বলে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবকের বিরুদ্ধ তিনি মামলা করবেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কর্মকর্তা ময়মুনুল হক জানান, শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষার পর এ বিষয়ে স্পষ্টভাবে বলা যাবে। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ওই ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top