• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাজার থেকে উধাও ‘নাপা’ ট্যাবলেট

পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ২ জুলাই ২০২১, ২২:২২

বাজার থেকে উধাও ‘নাপা’ ট্যাবলেট

ঈশ্বরদী শহরের ফার্মেসিতে সাধারণ জ্বর-সর্দি-কাশি নিরাময়কারী ওষুধ প্যারাসিটামল উধাও হয়ে গেছে। প্রচুর ব্যবহৃত এ ওষুধটি পাওয়া না যাওয়ায় বিপাকে পড়েছেন মানুষ।

করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণে এ উপজেলায় প্যারাসিটামল জাতীয় ওষুধের প্রচুর চাহিদা তৈরি হওয়ায় এ ধরনের ‘গুজব’ ছড়িয়েছে বলে জানিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছেন, প্যারাসিটামল জাতীয় ওষুধের মধ্যে শুধু নাপার সংকট রয়েছে। তবে অন্য কোম্পানির এ জাতীয় ওষুধে কোনো সংকট নেই।

শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়, রেলগেট, ঈশ্বরদীবাজারসহ বিভিন্ন স্থানের ফার্মেসি দোকানে গিয়ে জানা যায়, ঈশ্বরদীতে করোনা শনাক্তের হার কয়েক গুণ বেড়ে যাওয়ায় এবং লকডাউনের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো জ্বর-সর্দি ও কাশির ওষুধ কিনে মজুদ করছেন সাধারণ মানুষ। দুপুর ঈশ্বরদী বাজারে গিয়ে দেখা যায়, মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। শারীরিক দূরত্ব না মেনেই ওষুধ কেনার জন্যে ভিড় করছে মানুষ।

আব্বাস উদ্দিন নামে এক ক্রেতা জানান, বাসার সবার জ্বর-সর্দি লেগেছে। এজন্য তিনি নাপা কিনতে এসেছেন। তবে কয়েকটি দোকানে গিয়েও নাপা পাননি। নাপার এত চাহিদা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনলাইনে করোনার জরুরি ওষুধের মধ্যে নাপার নাম দেখছি। এ কারণে নাপা কিনতে এসেছি।’

উপজেলার শেখ ফার্মেসি, হাজি বাদশা, মিলন মেডিক্যাল, তাজ মেডিক্যাল, সেবা ফার্মেসি, শুভ্র ফার্মেসি ও সুমন ফার্মেসিতে গেলে বিক্রেতারা জানান, কোম্পানি সাপ্লাই না দেয়ায় গত এক সপ্তাহ ধরে তাদের দোকানে নাপা নেই। তবে অন্য কোম্পানির প্যারাসিটামল জাতীয় ওষুধ দোকানে যথেষ্ট মজুদ রয়েছে বলে জানান তারা।

নাপার উৎপাদক প্রতিষ্ঠান বেক্সিমকোর ঈশ্বরদী উপজেলা বিক্রয় প্রতিনিধি জিয়াউল হক জিয়া বলেন, ‘শুধু এখানে নয়, গত ১০ দিন ধরে দেশের সব জেলায় নাপার সরবরাহ কম রয়েছে। কোম্পানির কাছে নাপার কাঁচামালের সরবরাহ কম থাকার কারণে ও ক্রেতাদের মধ্যে ব্যাপক চাহিদা থাকায় এমন সঙ্কট দেখা দিয়েছে।’

উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাহবুবল হক বলেন, ‘করোনার প্রকোপে উপসর্গ নিরাময়কারী ওষুধের চাহিদা বেড়েছে। তবে নাপা বাদে অন্যান্য কোম্পানির প্যারাসিটামলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। যশোরে প্যারাসিটামল পাওয়া যাচ্ছে না এমন সংবাদ সম্পূর্ণ গুজব।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top