অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ১৯:৫৭
ইনিংসের প্রথম বলেই শেখ মেহেদি হাসান অ্যালেক্স ক্যারের উইকেট ভাঙলেন, দ্বিতীয় ওভারের চতুর্থ বলে জশ ফিলিপকে মায়াজালে ফেললেন নাসুম আহমেদ, পরের ওভারের প্রথম বলে সাকিব আল হাসান বোকা বানালেন ময়সেস হেনরিকসকে - মাত্র ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে যেন অথৈ সাগরে পড়ে যায় অস্ট্রেলিয়া।
সেখান থেকে আর তাদের উঠতে দেয়নি বাংলাদেশ দলের বোলাররা। তিন নম্বরে নামা ইনফর্ম ব্যাটসম্যান মিচেল মার্শ অনেক চেষ্টা করেও, অধিনায়ক ম্যাথু ওয়েডও প্রাণপন লড়েও বাংলাদেশের স্পিনারদের কাছে টিক্তে পারেনি।
ম্যাচের বিশেষ চমক ছিল বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তার স্পিন ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, ইনিংস থেমে গেছে মাত্র ১০৮ রানে। সিরিজের প্রথম ম্যাচটি ২৩ রানের ব্যবধানে জিতে বাংলাদেশ পেয়েছে এক ঐতিহাসিক জয়।
এতদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড ছিল ২০১৬ সালের এশিয়া কাপে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই আমিরাতের বিপক্ষে ১৩৩ রান করেও ৫১ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
আজ অস্ট্রেলিয়ার মতো নামী ও বড় দলের বিপক্ষে সেই রেকর্ডও ভেঙে দিলো টাইগাররা। নাইম শেখ, সাকিব আল হাসান ও আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে চড়ে ১৩১ রানের সংগ্রহ দাঁড় করিয়ে, অসিদেরকে ২৩ রানে হারাল বাংলাদেশ। যা এখন বাংলাদেশের সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের রেকর্ড।
এদিকে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতেও ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের দখলে। তাও এখন নিজেদের করে নিল বাংলাদেশ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাংলাদেশ অস্ট্রেলিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।