টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অ্যাশেজেও অনিশ্চিত স্টোকস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১, ২০:৪৫
মানসিক সমস্যা ও আঙ্গুলের চোট এই দু'টো কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে দূরে আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নেন আগে থেকেই। স্টোকসের এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অ্যাশেজে খেলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তার।
আঙুলে দ্বিতীয় বারের মতো অস্ত্রোপচার করানো হয়েছে স্টোকসের। চিকিৎসকেরা জানিয়েছেন তার সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। যার কারণে ডিসেম্বরে শুরু হতে যাওয়া অ্যাশেজে খেলা নাও হতে পারে বেন স্টোকসের।
গত এপ্রিলে আইপিএলে খেলতে গিয়ে আঙুলের চোটে পড়েন স্টোকস। এরপর আইপিএল থেকে তো বটেই, ছিটকে যান ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও।
আঙুলে অস্ত্রোপচার করানো হলেও ব্যাটিংয়ের সময় ব্যথা অনুভব করছিলেন তিনি। এর পাশাপাশি মানসিক ভাবেই বিপর্যস্ত হয়ে পড়েন স্টোকস, ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নিজেকে সরিয়ে নেন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।