আইপিএলের চ্যাম্পিয়ন চেন্নাই
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ১৯:৩৭
আইপিএলের ১৪তম আসরের শিরোপা উঠেছে চেন্নাই সুপার কিংসের হাতে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১০বার ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস এবং এর মধ্যে চারবার শিরোপা জিতেছে তারা।
টসে হেরে ব্যাট করতে নেমে ফ্যাফ ডু প্লেসির অসাধারণ ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস ১৯২ রান সংগ্রহ করে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স সংগ্রহ করে ৯ উইকেটে ১৬৫ রান। ফলে ২৭ রানে কেকেআরকে হারিয়ে চতুর্থবারের মত আইপিএল শিরোপা জিতে নিলো চেন্নাই সুপার কিংস।
এর আগে দু’বার ফাইনালে ১৯০ প্লাস রান টপকে ফাইনাল জিতলেও এবার আর ফাইনাল জেতা হয়নি কলকাতার।
চেন্নাইয়ের হয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেন শার্দুল ঠাকুর। জাদেজার হাতে ক্যাচ দিতে বাধ্য করলেন ভেঙ্কটেশ আয়ারকে। ৩২ বলে ৫০ রান করে আউট হয়ে যান আয়ার। ৫টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ৪৩ বলে ৫১ রান করে আউট হন শুভমান গিল। সাকিব আল হাসান মাঠে নেমেই জাদেজার এলবিডব্লিউর শিকার হন, করেন গোল্ডেন ডাক।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।