রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০০:৪৯

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান

২০২২ সালকে সামনে রেখে নিজেদের ক্রিকেট ক্যালেন্ডার সাজিয়েছে আফগানিস্তান। নিজেদের দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেছে তারা।

এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অনুযায়ী ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সফরে সুপার লিগের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে ২টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে রাশিদ খান, মোহাম্মদ নবীরা। যদিও এই দুই সিরিজের সময়-সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে, ২০১৯ সালে বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান। তখন একটি টেস্ট ম্যাচ ও জিম্বাবুয়ে-বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল আফগানিস্তান।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top