হুমকির মুখে উইন্ডিজের পাকিস্তান সফর
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ০৩:৫১
নিজেদের কিছুটা অভাগা ভাবতেই পারে পাকিস্তান। এর আগে নিউজিল্যান্ড দল দেশটিতে সফর করতে গেলেও সিরিজ শুরুর ঠিক আগমূহুর্তে নিরাপত্তা শঙ্কায় সফর বাতিল করে দেয়। এবার ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরও পড়ে গেছে হুমকির মুখে।
তবে এবার করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে দলটিতে। তিন ক্রিকেটারসহ পাঁচ সদস্যের শরীরে ধরা পড়েছে করোনা। যার ফলে সিরিজই পড়ে গেছে শঙ্কায়।
উইন্ডিজ দলের পাঁচ সদস্যের হলেন- শেই হোপ, আকিল হোসেইন, জাস্টিন গ্রিভস, সহকারী কোচ রডি এস্টউইক, ও ডাক্তার অক্ষয় মানসিংহ। দলটি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে তিন খেলোয়াড়ের সবাই সিরিজের বাকি টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না, থাকবেন ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে। পিসিআর টেস্ট নেগেটিভ আসার আগ পর্যন্ত দলের সঙ্গেও যোগ দিতে পারবেন না।
এই খবর জানার পর সিরিজ নিয়েই সৃষ্টি হয়েছে শঙ্কা। উইন্ডিজ দলে করোনা সংক্রমণের পর সূচির বাইরে গিয়ে দুই দলে আবারও করা হবে করোনা পরীক্ষা। দুই দলের সব সদস্য নেগেটিভ এলে আলোচনায় বসবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই আলোচনার পরই আসবে সিদ্ধান্ত।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।