আফ্রিকায় প্রথম ওয়ানডেতে হার ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ০০:৫৪

আফ্রিকায় প্রথম ওয়ানডেতে হার ভারতের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে ৩১ রানের ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। টেম্বা বাভুমা এবং রাশি ফন ডার ডুসেনের অসাধারণ দুটি সেঞ্চুরির ওপর ভর করেই এই সাফল্য অর্জন করলো দক্ষিণ আফ্রিকা।

বুধবার (১৯ জানুয়ারি) পার্লের বোল্যান্ড পার্কে প্রথম ওয়ানডেতে টস হেরে জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত। জবাবে ৮ উইকেটে ২৬৫ রানে থেমে যায় তারা।

ইনজুরির কারণে রোহিত শর্মা না থাকায় লোকেশ রাহুলের নেতৃত্বে খেলতে নামে ভারত। শুরুতেই কুইন্টন ডি কক এবং জানেমান মালানের জুটি ভেঙে ভারতকে আনন্দে ভাসিয়েছিল জসপ্রিত বুমরাহ।

কিন্তু অধিনায়ক টেম্বা বাভুমা এবং রাশি ফন ডার ডুসেন মিলেই প্রোটিয়াদের বিপর্যয় থেকে টেনে তোলেন। ২০৪ রানের বিশাল জুটি গড়েন এ দু’জন। ১৪৩ বল খেলেন বাভুমা। আউট হন ১১০ রান করে। তবে মারমুখি ছিলেন রাশি ফন ডার ডুসেন। ৯৬ বল খেলে ১২৯ রানে অপরাজিত থেকে যান তিনি।

শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা দাঁড় করা ২৯৬ রান। জবাব দিতে নেমে শিখর ধাওয়ান, বিরাট কোহলি এবং শার্দুল ঠাকুর দুর্দান্ত ব্যাটিং করেন। বোলার হয়েও হাফ সেঞ্চুরি করেন শার্দুল ঠাকুর। ৪৩ বল খেলে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি।

শিখর ধাওয়ান করেন ৭৯ রান। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নিজের কৃতিত্বের স্বাক্ষর রাখলেন ধাওয়ান। ৬৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। কিন্তু এই তিনটি ইনিংস পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। ৩১ রানে হার মানতে হলো ভারতীয়দের। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, তাবরিজ শামসি এবং আন্দিল পেহলুকাইয়ো। ১টি করে উইকেট নেন এইডেন মারক্রাম এবং কেশব মাহারাজ।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top