বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কমনওয়েলথে স্কটল্যান্ডকে ৭৭ রানে গুটিয়ে বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২২, ০১:০৭

কমনওয়েলথে স্কটল্যান্ডকে ৭৭ রানে গুটিয়ে বড় জয় বাংলাদেশের

কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে স্কটল্যান্ডকে ৭৭ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। এর আগে প্রথম ম্যাচে কেনিয়াকে মাত্র ৪৫ রানে অলআউট করে ৮০ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

রবিবার (২৩ জানুয়ারি) কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে স্কটল্যান্ড। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি তারা।

১৭.৩ ওভারে স্কটিশরা অলআউট হয় ৭৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার সারা ব্রিস। কেটি ম্যাকগিল ১৩ বলে খেলেন ২২ রানের ঝড়ো ইনিংস। বাকিদের কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার আর সানজিদা আক্তার মেঘলা।

জবাবে ইনিংসের মুর্শিদা খাতুন আর ফারজানা খাতুন অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। মুর্শিদা ৫৫ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। ৩৬ বলে ২০ করেন ফারজানা।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top