বিশ্বকাপ খেলতে দুপুরে দেশ ছাড়বে টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২২, ০০:০৭

বিশ্বকাপ খেলতে দুপুরে দেশ ছাড়বে টাইগ্রেসরা

প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ডে হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নিতে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১.২০ মিনিটে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল।

নারী বিভাগের অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলছিলেন, ‘আমাদের ফ্লাইট দুপুর ১.২০টায়। সিঙ্গাপুর এয়ারলাইন্স। ওখানে (নিউজিল্যান্ড) পৌঁছে ১০দিন কোয়ারেন্টাইন। তারপর অনুশীলন করতে পারবে। সাত দিন ছিল, পরে ১০দিন করেছে।’

৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা করে বাংলাদেশ দল সেখানে পৌঁছাবে ৪ ফেব্রুয়ারি। সেদিন থেকে শুরু কোয়ারেন্টাইন। ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি করোনাভাইরাস নেগেটিভ সাপেক্ষে মুক্ত হবেন বাঘিনীরা। এরপর চলবে কন্ডিশনিং ক্যাম্প। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্পের পর ২৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের অংশ হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top