শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ইনজুরিতে তাসকিন, অনিশ্চিত বিপিএলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০১:০৬

ইনজুরিতে তাসকিন, অনিশ্চিত বিপিএলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি ম্যাচগুলোতে অনিশ্চিত তাসকিন আহমেদ। বিপিএলের চট্রগ্রাম পর্বে পিঠে চোট পেয়েছেন তিনি। যার কারণে বিপিএলের বাকি খেলায় মাঠে না থাকার সম্ভাবনা বেশি এই স্পিডস্টারের।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সিলেটের ফ্র্যাঞ্চাইজি চিকিৎসক জয় সাহা তাসকিনের ইনজুরির কথা নিশ্চিত করেছেন।

জয় সাহা বলেন, তাসকিনের পিঠের চোট পুরনো। তিনি আমাদের জানিয়েছিলেন যে চট্টগ্রাম পর্বের পর তিনি ব্যথা অনুভব করছেন। এরপর আমরা একটি এমআরআই করি এবং তাতে চোটটি পুরনো বলেই জানা যায়।

বিপিএলের পর আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ আছে টাইগারদের। সে সময় তার প্রয়োজন হতে পারে বিবেচনা করে সিলেট ফ্রাঞ্চাইজি তার সাথে কোনও ঝুঁকি নিতে প্রস্তুত নয়।

তিনি আরও বলেন, এখন তারা বিষয়টি বিসিবির মেডিকেল টিমকে জানিয়েছেন এবং এখন তাদের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top