স্টেডিয়ামের নামে মেয়ের নাম রাখলেন ব্র্যাথওয়েট
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০৩:১২
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় শিরোপা জয়ের নায়ক ছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। ২০১৬ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে টানা ৪টি ছক্কা মেরে দলকে জিতিয়ে মাথা উঁচিয়ে মাঠ ছাড়েন ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী এই অলরাউন্ডার। যেই ইডেনে নিজেকে নতুন রূপে চেনান ব্র্যাথওয়েট, সেই ইডেনের নামেই নিজের সদ্যোজাত মেয়ের নাম রাখলেন তিনি।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কন্যা সন্তানের বাবা হন ব্র্যাথওয়েট। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন তিনি ও তার স্ত্রী।
ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে ব্র্যাথওয়েট লেখেন, ‘নামটা মনে রাখবেন। ইডেন রোজ ব্র্যাথওয়েট।’
বিশ্বকাপ জিততে ইনিংসের শেষ ওভারে উইন্ডিজের দরকার ছিল ১৯ রান। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের করা সেই ওভারের প্রথম চার বলে ৪টি ছয় হাঁকিয়ে দুই বল বাকি থাকতে ক্যারিবিয়ানদের জয় এনে দেন ব্র্যাথওয়েট।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।