বিপিএল-২০২২
টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ডের নতুন উচ্চতায় সাকিব
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ০১:০৮
এবারের বিপিএলে টানা পারফর্ম করে সাকিব নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। টানা পাঁচ ম্যাচে সাকিব পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কার। আর এতেই গড়েছেন টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড। বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি একমাত্র ক্রিকেটার যিনি টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরা হয়েছেন।
সাকিবের খেলায় ভর করে তার দলও ইতোমধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে।
তার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চারবার ম্যাচসেরা হওয়ার রেকর্ড ছিল পাঁচজনের। তারা হলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক, দক্ষিণ আফ্রিকার শার্ল ল্যাঙ্গাভেল্ট, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও উগান্ডার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার দিনেশ নাকরানির।
শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১ রান করে ম্যাচসেরা হয়ে তাদের সবাইকে ছাড়িয়ে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শুক্রবারের আগে আরও চারবার টানা ম্যাচসেরা হন তিনি। সেগুলোর মধ্যে রয়েছে- সিলেটের বিপক্ষে ব্যাট হাতে ৩৮ ও বল হাতে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫০ রান ও বল হাতে ২০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে ৫০ ও ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট হাতে ৪১ ও বল হাতে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।