শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

লিভিংস্টোনের ঝড়ে পাঞ্জাবের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২, ১০:৪৬

লিভিংস্টোনের ঝড়ে পাঞ্জাবের বড় সংগ্রহ

গুজরাট টাইটান্সের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটার লিয়াম লিভিংস্টোন। তাকে যোগ্য সঙ্গ দেন পাঞ্জাব কিংসের তরুণ ব্যাটাররা। যার সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় স্কোর দাঁড় করিয়েছে পাঞ্জাব।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে মাত্র ৬ বল সময় নেন হার্দিক। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে শেষ বলেই ফিরিয়ে দেন পাঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালকে।

আউট হওয়ার আগে মায়াঙ্কের ব্যাট থেকে আসে ৯ বলে ৫ রান। এরপর হতাশ করেন পাঞ্জাবের হয়ে অভিষিক্ত ব্যাটার জনি বেয়ারস্টোও। ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফেরার আগে ৮ বলে মাত্র ৮ রান করেন তিনি। পাওয়ার প্লে'তে ৪৩ রান করতে পারে পাঞ্জাব।

তৃতীয় উইকেট জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন শিখর ধাওয়ান ও লিয়াম লিভিংস্টোন। এ দুজন মিলে ৫.২ ওভারে গড়েন ৫২ রানের জুটি। ইনিংসের ১১তম ওভারে সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৪ চারের মারে ৩৫ রান করেন ধাওয়ান।

এই চারটি চারের সুবাদে বিশ্বের মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১ হাজার চারের মালিক হন ধাওয়ান। তার আগেই এই কীর্তি গড়তে পেরেছেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

ধাওয়ান ফেরার পর আর কেউই ধরে খেলার চেষ্টা করেননি। বরং উইকেটে এসেই চালিয়ে খেলে বাড়িয়েছেন রান রেট। একের পর এক চার-ছয়ের মারে গুজরাটের বোলারদের ছাতু বানিয়ে মাত্র ২১ বলে ফিফটি তুলে নেন লিভিংস্টোন।

তবে বেশি দূর যাওয়া হয়নি তার। রশিদ খানের বলে ডেভিড মিলারের অসাধারণ ক্যাচে পরিণত হওয়ার আগে ৭ চার ও ৪ ছয়ের মারে ২৭ বলে ৬৪ রান করেন লিভিংস্টোন। এছাড়া জিতেশ শর্মা ১১ বলে ২৩ ও শাহরুখ খান করেন ৮ বলে ১৫ রান।

ইনিংসের ১৮তম ওভারে দলীয় ১৬২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল পাঞ্জাব। সেখান থেকে শেষ দুই ব্যাটার আর্শদ্বীপ সিং ও রাহুল চাহার মিলে ১৩ বলে যোগ করেন আরও ২৭ রান। রাহুল ১৪ বলে ২২ ও আর্শদ্বীপ করেন ৫ বলে ১০ রান।

গুজরাটের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন রশিদ খান। এছাড়া আইপিএলের অভিষিক্ত দর্শন নালকান্দের শিকার ২টি উইকেট।

এনএফ৭১/আরআর/২০২২



বিষয়: আইপিএল


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top