শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আমি ১৫৫ কিলোমিটার গতিতে বল করব: উমরান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ০২:৩০

আমি ১৫৫ কিলোমিটার গতিতে বল করব: উমরান

উমরান মালিকের স্মরণীয় একটি দিন কাটল। সানরাইজার্স হায়দরাবাদের ২২ বছর বয়সী পেসার প্রথমবার আইপিএলে পাঁচ উইকেট নিলেন। গতি আর নিখুঁত লাইন লেন্থে বল করে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন।

এই আসরে যে কোনো বোলারের এটাই প্রথম পাঁচ উইকেট। উমরান শুধু এবারের সেরা বোলিংই করেননি, গতির ঝড় তুলেছিলেন। দলের হারের দিনেও তাই ম্যাচসেরা তিনি। ২৫ রান দিয়ে এই উইকেটগুলো নেন।

শুরু থেকে উমরানের উদ্দেশ্য ছিল, গতির ঝড় তোলা। গুজরাটের ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে তো ১৫২.৮ কিলোমিটার গতিতে ফেরান। প্রায় সময় ১৫০ কিলোমিটারের সীমা ভেঙেছেন। এবার তার লক্ষ্য ১৫৫ কিলোমিটার গতিতে বল করা।

উমরান বলেছেন, ‘সৃষ্টিকর্তা চাইলে আমি ১৫৫ কিলোমিটার গতিতে বল করতে চাই, আমি একদিন করবও। কিন্তু এই মুহূর্তে আমি যেটা চাই তা হলো ভালো বল করা।’ এই ম্যাচে নিজের লক্ষ্য কী ছিল জানালেন জম্মু-কাশ্মিরের পেসার, ‘আমার পরিকল্পনা ছিল যতটা সম্ভব গতি তোলা। মাঠ কিছুটা ছোট ছিল, তাই স্টাম্পে বল রাখতে চেয়েছিলাম। আর ব্যাটসম্যানদের ভড়কে দিতে চেয়েছিলাম গতি দিয়ে।’

এনএফ৭১/এমএ/২০২২



বিষয়: উমরান


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top