১৯০ রান করে আউট হলেও হতাশ নন ড্যারিল মিচেল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২২, ০৪:৪৩
ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা রান করেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেল। অল্পের জন্য ডাবল সেঞ্চুরিটা হয়নি। তবে দিন শেষে দলকে শক্ত অবস্থানে নিতে অবদান রাখতে পারায় হতাশ নন তিনি।
লর্ডসে প্রথম টেস্টে করেছিলেন সেঞ্চুরি। ব্যাট হাতে ধারাবাহিকতার পরিচয় দিয়ে দ্বিতীয় ম্যাচে করলেন ১৯০ রান। উইকেটকিপার ব্যাটসম্যান টম ব্লান্ডেলের সঙ্গে ২৩৬ রানের জুটিতে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে এনে দেন ৫৫৩ রানের সংগ্রহ। বেন স্টোকসের দল ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৯০ রানে দিন শেষ করে।
ম্যাথু পটসের ওয়াইড স্লোয়ার বলে পেছনে বেন ফোকসের গ্লাভসে ধরা পড়েন মিচেল। ৩১৮ বল খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন, ক্রিজে ছিলেন ৭ ঘণ্টা ৫৭ মিনিট। দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটে ১০ রানের আক্ষেপ নিয়ে।
কিন্তু মিচেল কি হতাশ? মোটেও নয়, ‘সত্যি বলছি, ডাবল সেঞ্চুরির মানে ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক কিছু নয়। টেস্ট ম্যাচ জিততে সহায়ক হতে পারে এমন রানে অবদান রাখতে পারাই আমার জন্য দারুণ ব্যাপার। সেঞ্চুরি অতিক্রম করা যে কোনো ইনিংসই ভালো। তাই আমি শুধু চেষ্টা করছিলাম দলের জন্য ভালো কিছু করতে।’
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।